পোস্টগুলি

এ কেমন স্বাধীনতা

 চাইনা সেই স্বাধীনতা, যেখানে পত্রিকায় সঠিক খবর ছাপলে সাংবাদিককে ছুরিকাঘাত করা হয়। যেখানে সঠিক খবর প্রচার করলে টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়। যেখানে দুটো উচিৎ কথা বললে ৩ মাস কারাগারে কারাবাস করতে হয়। যেখানে স্বাধীনতার নামে নোংরামো করা হয়। যেখানে স্বাধীনতার নামে বেহায়াপনা করা হয়। যেখানে স্বাধীনতার নামে দুর্নীতি করা হয়। আমি চাইনা,চাইনা সে স্বাধীনতা..। ********** যেখানে প্রাণ খুলে হাসা যায় না,যেখানে মুক্ত পাখির মত ডানা মেলে ওড়া যায় না,যেখানে আমি কারও বন্দী হয়ে থাকি,যেখানে কেউ আমার বন্দী হয়ে থাকে,যেখানে শাসকগোষ্ঠি দ্বারা বিচার বিভাগ পরিচালিত হয় । তার নামই যদি স্বাধীনতা হয়,  তবে আমি চাইনা । চাইনা এ স্বাধীনতা। চাইনা......

সবই আল্লাহর ইচ্ছা

আজ আমি মরে গেলে বন্ধুরা হয়তোঃ আকিজঃহয়তো ছুটে আসবে বাসায়।লাশ দেখবে।একটু কাঁদবে।মাটি দিয়ে চলে যাবে।গল্পগুলো হ্যতো মিস করবে।হয়তো মিস করবে সেই আড্ডাটাকে। রুবেলঃএকটু কাঁদবে।একটা লাশকে হয়তো কবর দিবে।এক সপ্তাহ খুব মন খারাপ থাকবে।আমার ফাজলামিটা হয়তো একটু মিস করবে। রায়হানঃহয়তো ক্ষণিকের জন্য দুই ফোটা অশ্রু ঝরে পড়বে।বাজারে গিয়ে তার কাছে পেয়াজু খাওয়ার আবদারটা হয়তো মিস করবে। শাহজালালঃহয়তো শেষ দেখাটা দেখতে পারবে না।কিন্তু শুনতে পাবে রাসেল আর নেই।হয়তো আসতে চাইবে।কিন্তু প্রকৃতি তাকে আসতে দেবে না।হয়তো আড়ালে দুই ফোটা কস্ট ঝরে পড়বে নয়ন হতে। আরাফাতঃমামা কি কর লিখে হয়তো একটা এসএমএস করবে।রিপ্লাই না পেয়ে হয়তো ফোন দিবে।জানতে পারবে তার মামা কি করে।শুকনো চোখটা হয়তো একটু ভিজে যাবে। নিশানঃখবরটা হয়তো কানে পৌঁছবে।তাড়াহুড়ো  করে শেষ দেখাটা দেখতে আসবে।পরের দিন ভুল করে হয়তো মেসেঞ্জারে হাই লিখে একটা এসএমএস পাঠিয়ে দিবে।কিন্তু তা আর সীন হবে না। সাকিলঃহয়তো আমায় নিয়ে একটা কবিতা লিখবে।ফেসবুকে পোস্ট করবে।অনেক অনেক লাইক কমেন্টস পাবে।কিন্তু তাতেও সে খুশি হবে না।সে হয়তো আমার একটা কমেন্টের আশায় বসে থাকবে।কিন্তু তার আশা আর পু...

স্বপ্ন

ছবি
ওয়াইফাই নাই 😰 ডাটা খুলে মেসেঞ্জার এ ঢুকি 😃 সবার প্রথমে দেখি যে একটা নামের পাশে সবুজ বাতি জ্বলছে কি না 😱 ? যদি না জ্বলে, ভাবি ইশশ যদি লাইনে থাকত 😊 ! কিন্তু যদি থাকে তাহলে ওই কনভার্সন এ ঢুকে মেসেজ লিখা হয়ে যায় 😃 কিন্তু সেন্ড বাটনে আর ক্লিক করা হয় না 😅 অপেক্ষায় থাকি কখন তার এসএমএস আসবে 😊 টিং করে একটা শব্দ হবে 😊 শব্দ আর হয় না 😧 হঠাৎ একটা শব্দ হল 😁 হন্তদন্ত করে মোবাইলের স্ক্রিন অন করলাম  😀 দেখলাম গ্রামীণফোন আমায় অফার দিচ্ছে 😡 ১. ৭০ টাকায় ৪ মিনিট.......... . 😂 ............... ...... এরপর মেসেজ আসতেই থাকে কিন্তু সেই কনভারসন থেকে আর মেসেজ আসে না 😟 । হঠাৎ একসময় মেসেজ আসে সেই কনভার্সন থেকে 😁 । মেসেজ পড়ে আমি খুশি হই 😁 তাকে আই লাভিউ টু লিখে মেসেজ এর রিপ্লে পাঠাই 😁 ............... ........ অতঃপর আমি উদাস পানে চেয়ে থাকি 😍 মনে মনে অনেক খুশি 😁 কারণ,,,,,, আগে কোনদিনও পুরোটা শেষ হয় নি 😨 কিন্তু,,,,,, আজ সফলভাবে পুরোটা দেখার পর স্বপ্নটা ভাঙলো 😆 । -  M Rasel Islam Raz

ব্যাকুলতা

মাসুদ সারের বিদায় দিনে দেখা হয়েছিল একবার, অনেক দিন হয়ে গেল দেখা হলনা আর। তোদের ছাড়া মনটা এখন বড় একা লাগে, তোদের সাথে ফাজলামি করার সাধটা মনে জাগে। অনেক দিন হয়নি দেখা কষ্ট তাই মনে, দেখা করার তারিখ হলেও কেউ না কথা শোনে। কবিতারই চরণ দিয়ে বললি আমায় কত, চল একদিন দেখা করি সবাই আগের মত। কবিতার সেই চরণ গুলি হয়তো এখনো আছে, দেখা করার তারিখ শুধু হল না তোদের কাছে। প্রশ্ন তোদের করছি আমি এই কবিতা দিয়ে, কবে আবার করবি মজা এই আমাদের নিয়ে? এমন একটা দিন কি এখন তোদের কাছে নাই? আগের মতো হৈ হুল্লোড়ে মজা করবো সবাই। -  M Rasel Islam Raz

প্রতিবন্ধকতা

দুটি কবিতা লিখলেই যদি কবি হওয়া যেত, রাসেল নামের এই ছেলেটি এমন থাকতো নাতো। কবি হওয়া যেত যদি ছন্দ মিলে গেলেই, অনেক আগেই কবি হত রাসেল নামের এই ছেলেই। কবিতার মাঝে মজা পেলেই যদি হতো কবি, পত্রিকাভরা থাকতো তবে শুধু রাসেলের ছবি। স্বপ্ন দিয়ে লিখলেই যদি যেত কবি হওয়া, অনেক আগেই কবি রাসেলকে যেতো খুঁজে পাওয়া। মানুষ যদি কবি হতো সুন্দর ভাষা দিয়ে, সবাই তবে মেতে থাকতো শুধু রাসেলকে নিয়ে। কবি তো আর হওয়া যায়না এসব বিষয় দিয়ে, তাইতো এখন ঐ রাসেলকে কেউ না একটু চেনে। কবে হলে থাকা চাই কবি কবি ভাব, রাসেলের কবিতায় শুধু এই জিনিসটার অভাব। কবি হলে থাকা চাই অনেক গুণধারী, এসব গুণের সাথে তো তার বরাবরই আড়ি। কবির লিখা কবিতায় যেমন থাকে ছন্দ, সে হিসেবে রাসেলের লিখাও নয়তো খুব মন্দ। কবির লিখা কবিতায় যেমন থাকে ভাষা, সে হিসেবে ভাবতে গেলে মিটবে মনের আশা। কবির লিখা কবিতায় থাকে যেমন বিষয়, আমি রাসেলের কবিতাতেও তেমন বিষয় হয়। আমি রাসেলের কবিতায় শুধু একটা জিনিস নাই, আমার কবিতায় কবি ভাবটা পাবে নাকো ভাই। কবি কবি ভাবটা ছাড়া সবই আমার আছে, তাইতো এখনও অপরিচিত আমি সবার কাছে। - M   Rasel   Islam   Raz

উন্নয়নের পথে পথে--

হোটেলে বসে এইমাত্র চা টা খাওয়া শুরু করলাম।এই বাজারে তেমন একটা আসা হয় না।তাই চাখেতে খেতে আশেপাশে দেখছিলাম।একজন কুলি ব্যাগ মাথায় নিয়ে চলে গেল।কপাল হতে গড়িয়ে আসা আসা পানি থুতনি বেয়ে মাটিতে পড়ছে।কিন্তু তার মাথা থেকে বোঝা নামানোর সময় এখনও হয় নি।দেখলাম একজন বৃদ্ধ মানুষ রিকশা বোঝাই যাত্রি নিয়ে রিকশা চালাচ্ছে।তন্মদ্ ধে একজন শুধু যাত্রি না, একটা আস্ত দানব।অপরপক্ষে রিকশাচালক বৃদ্ধ,তার গায়ে তেমন বল নেই।হঠাৎ লক্ষ করলাম রাস্তার ধারে ফুসকার দোকানের পাশে বড় এক গাছের নিচে বসে ষাটোর্ধ এক বৃদ্ধা ভিক্ষা করছে।চা টা শেষ করে তার পাশে গেলাম।ভাঙা থালাটায় দু চারটি পয়সা ছাড়া আর কিছু আবিষ্কার করতে পারলাম না।অথচ সে যে গাছটির নিচে বসে আছে সেই গাছেই লাগানো বিশাল এক ব্যানার। তাতে লিখা, 'বাংলাদেশ উন্নয়নশীল দেশ,বাংলাদেশ আজ দারিদ্রসীমার উর্ধ্বে'।লেখাটা  দেখে অজান্তেই একটু হাসি পেল।আমি হাসার আগেই দেখি পাশে ফুসকার দোকানে কে যেন হাসছে।দেখাম এলাকার দারিদ্র বিমোচন সমিতির সভাপতি তার স্ত্রী সন্তান নিয়ে ফুসকা খেতে এসেছে।তারাই হাসছে।কিন্তু যখন ঐ বৃদ্ধা কর্তৃক কিছু সাহায্যের জন্য অনুরোধ করা হল তখন বলা হল যে তার কাছে খু...

একদিন তো মরেই যাব

লিখতে বসলাম।ভাবলাম লিখে কি হবে?একদিন তো মরেই যাব।তাই শুইতে গেলাম।সেখানেও একই চিন্তা।একদিন তো মরেই যাব।ভাবলাম যেন সুন্দর একটা স্বপ্ন দেখি।পরে ভাবলাম স্বপ্ন দেখে কি হবে?একদিন তো মরেই যাব।ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম।সকালে মায়ের ডাকে ঘুম ভাংল।মা নাস্তা করতে ডাকল। বললাম নাস্তা করে কি হবে?একদিন তো মরেআ যাব।মা শুনে যেন আকাশ থেকে পড়ল।ছেলের এ কেমন কথা?বড় ভাই তো চরম রাগ।বলল সব এই মোবাইলের চক্রান্ত।এই ছন্নছাড়া তোর মোবাইলটা এক আছার দিয়ে ভেঙে ফেলব।বললাম মোবাইল রেখে আর কি হবে?একদিন তো মরেই যাব।থাপ্পর দিয়ে মোবাইলটা কেরে নিল।রুমে চলে আসলাম।মোবাইল নিয়েছে তো কি হয়েছে?একদিন তো মরেই যাব।ওহ মোবাইলটা থাকলে একটু ফেসবুকে ঢুকতাম।ধুর।ফেসবুকে ঢুকে কি হবে?একদিন তো মরেই যাব।একটু বাজারে যাবার জন্য বের হলাম।ভাতিজা ভাতিজী এসে হাজির।টাকা নাই টাকা চাই।টাকা দাও তাড়াতাড়ি,তা না হলে করবো আড়ি।এ কেমন কথারে বাবা?টাকা দিয়ে কি করবা তোমরা?আইসক্রিম খাবো টাকা নাই,তাইতো কিছু টাকা চাই।বললাম আইসক্রিম খেয়ে কি হবে?একদিন তো মরেই যাবা।রাগ ঝামটা দেখিয়ে চলে গেল দুজন।আমি বাজার গেলাম।বন্ধু বললো এসো চা খাই।বললাম চা খেয়ে কি হবে?একদিন তো মরেই যাব...