এ কেমন স্বাধীনতা
চাইনা সেই স্বাধীনতা, যেখানে পত্রিকায় সঠিক খবর ছাপলে সাংবাদিককে ছুরিকাঘাত করা হয়। যেখানে সঠিক খবর প্রচার করলে টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়। যেখানে দুটো উচিৎ কথা বললে ৩ মাস কারাগারে কারাবাস করতে হয়। যেখানে স্বাধীনতার নামে নোংরামো করা হয়। যেখানে স্বাধীনতার নামে বেহায়াপনা করা হয়। যেখানে স্বাধীনতার নামে দুর্নীতি করা হয়। আমি চাইনা,চাইনা সে স্বাধীনতা..। ********** যেখানে প্রাণ খুলে হাসা যায় না,যেখানে মুক্ত পাখির মত ডানা মেলে ওড়া যায় না,যেখানে আমি কারও বন্দী হয়ে থাকি,যেখানে কেউ আমার বন্দী হয়ে থাকে,যেখানে শাসকগোষ্ঠি দ্বারা বিচার বিভাগ পরিচালিত হয় । তার নামই যদি স্বাধীনতা হয়, তবে আমি চাইনা । চাইনা এ স্বাধীনতা। চাইনা......